Train Problem: সকালে আসানসোল-হাওড়া মেন লাইনে ২ ঘণ্টা ব্যাহত ট্রেন চলাচল। ABP Ananda Live
West Bengal News: রেলের ওভারহেডের তার চলন্ত ট্রেনের ওপর পড়ে বিপত্তি (Train Problem)। আসানসোল (Asansol)-হাওড়া (Howrah) মেন লাইনে ২ ঘণ্টা ব্যাহত ট্রেন চলাচল। আটকে পড়ে হাওড়াগামী বিকানের এক্সপ্রেস। রেল সূত্রে খবর, সকাল ৭টা ২০-তে এই ঘটনা ঘটে। হাওড়া-বিকানের এক্সপ্রেস আসানসোল স্টেশন ছাড়ানোর পরেই রেলের ওভারহেড তার খুলে গিয়ে ট্রেনের একটি কামরার ওপর পড়ে। বিকট শব্দে ব্রেক কষে দাঁড়িয়ে যায় ট্রেন। আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় ওভারহেড তার মেরামতির পর সকাল ৯টা ২০-তে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় বিকানের এক্সপ্রেস। ABP Ananda Live
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)