EXCLUSIVE: অচিন্ত্য থেকে অনুপ্রভা, এক পরিচয় থেকে আরেক পরিচয়ে
"যখন আমি পাঞ্জাবি ছেড়ে প্রথম শাড়ি পরলাম তখন আমার কাছের বৃত্তের যে মানুষগুলো ছিল তাদের দৃষ্টিভঙ্গিটাই একটা অদ্ভুত অনুভব এনে দিয়েছিল, যেন আমি অন্য গ্রহের কেউ। সেসময় থেকে একেবারে নিজেকে গুটিয়ে ফেলেছিলাম।" বলছেন আজকের অনুপ্রভা। জন্মের সময় থেকে বেশ খানিকটা বয়স পর্যন্ত বহিরঙ্গে যিনি অন্যদের কাছে ছিলেন অচিন্ত্য। বড় হয়েছেন যত প্রকট হয়েছে দ্বন্দ্ব। যুদ্ধ করতে হয়েছে অনেক। পরিচয় থেকে পরিচয়ে আসতে লড়াইটা ছিল একার। ট্রান্সজেন্ডার তিনি- জোরগলায় বলার চেষ্টা করেছেন। কিন্তু অত সহজে প্রমাণ কি করতে পেরেছেন ? অনেক কাঠখড় পুড়িয়ে আদায় করেছেন নতুন আধার। যাতে নাম লেখা - না অচিন্ত্য় নয়, অনুপ্রভা। আর লেখা - TRANSGENDER। তাঁর লড়াইয়ের পরতে পরতে জড়িয়ে থেকেছে যে পরিচয় নিয়ে দ্বন্দ্ব, চাইছেন না আর কাউকে ভুগতে হোক। চাইছেন, নারী, পুরুষদের মতো ট্রান্সজেন্ডারদেরও আলাদা করে চেনানো হোক। চাইছেন, সচেতনতা তৈরি হোক তৃতীয় লিঙ্গ বিষয়ক। চাইছেন, দেশটা তাঁদেরও হোক।
ডিসক্লেমার : প্রতিবেদনটিতে বক্তার মতামত, অভিযোগ নিজস্ব। বিষয়টি নিয়ে এবিপি লাইভের সম্পাদকীয় কোনও মতামত নেই।