TMC News: বিজেপি সাংসদ-বিধায়কদের ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূল নেতার
ABP Ananda LIVE: বিজেপি সাংসদ-বিধায়কদের ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূল নেতার। 'বাংলার মানুষকে বঞ্চনা করলে ঘেরাও করুন।বিজেপি সাংসদ, বিধায়কদের বাড়ি থেকে বেরোতে দেবেন না। সোলার লাইট MLA-দের এবার জব্দ করার পালা এসেছে। পাত্রসায়রে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তর। প্রচার পাওয়ার জন্য তৃণমূল এইসব মন্তব্য করছেন। ঘেরাও তো ২০২৬ সালে হবে, তৈরি থাকুন। তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির।
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্যের প্রতিবাদে সল্টলেকে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্য এবং তারই পরে বিজেপি নেতানেত্রীদের বিরুদ্ধে মামলা। এরই প্রতিবাদে বিজেপির যুব মোর্চা সল্টলেকে অবস্থান বিক্ষোভ দেখায়। পাশাপাশি প্রতিবাদ তুলছেন, কেন নবান্ন অভিযানে তাঁদের নেতা নেত্রীর উপর লাঠিচার্য করা হল এবং কী কারণে তাঁদের সঙ্গে এরকম ব্যবহার করা হয়েছে। অভয়ার মা যিনি এই নবান্ন অভিযানে সামিল ছিলেন, তাঁর মাথায় আঘাত লেগেছে। এরই প্রতিবাদে সল্টলেকের উইপ্রো মোড়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা।


















