Udayan Guha : 'সালিশি সভার নাম করে টাকা তোলা যাবে না', হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর
ABP Ananda LIVE : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর মুখে 'সালিশি' হুঁশিয়ারি।বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর মুখে 'সালিশি' হুঁশিয়ারি। 'সালিশি সভার নাম করে টাকা তোলা যাবে না'। দিনহাটার সভা থেকে দলীয় কর্মীদের হুঁশিয়ারি উদয়ন গুহর। সালিশি সভা হয় উদয়নের নির্দেশেই, পাল্টা বিজেপি।
সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, রথের রশি টেনে দিঘার রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী
আজ রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টেনে দিঘার রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে নটা থেকেই শুরু হবে পুজোপাঠ। দুপুর দুটো থেকে চলবে আরতি। মঙ্গলারতির পর প্রথমে আসবেন সুদর্শন চক্র। তিনটি রথ পরীক্ষার পর তিনি বসবেন সুভদ্রার রথে। এরপর ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে বের করে আনা হবে বাইরে। একে একে বসানো হবে রথে। এই রীতিকে বলে, পোহণ্ডিবিজয়। ঠিক আড়াইটায় দিঘার মন্দির থেকে গড়াবে রথের চাকা।



















