Durgapur News: দুর্গাপুরকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতেই অনড় নির্যাতিতার বাবা
ABP Ananda LIVE: দুর্গাপুরকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতেই অনড় নির্যাতিতার বাবা । সমস্ত তদন্ত হলেও আমি চাই CBI তদন্ত' 'আমি এখনও বলছি, CBI তদন্ত হলে ঠিক হবে' । 'গণধর্ষণ নয়, ধর্ষণ', কুণালের মন্তব্যের পাল্টা জবাব নির্যাতিতার বাবার । 'যখন তদন্ত হবে, তখন জানতে পারবেন, এখন থেকে বলা ঠিক নয়' । কুণালের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া নির্যাতিতার বাবার
আরও খবর....
দেশজুড়ে গুণমান যাচাইয়ে আবার ফেল ১৫১টি ওষুধ! তালিকায় ক্যানসারের চিকিৎসার ট্য়াবলেট থেকে অ্যান্টিবায়োটিক, হজমের ওষুধ। তালিকা প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন চিকিৎসকদের একাংশ।
বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো! তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা! তা নিয়ে আবার উত্তর ২৪ পরগনার হালিশহরে হুলস্থুল বেধে গেছে।



















