Sagardighi News : মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতি, সাগরদিঘিতে মোতায়েন CRPF
ABP Ananda Live: মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতি, সাগরদিঘিতে মোতায়েন হয়েছে CRPF। CRPF ক্যাম্পে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিলেন CRPF- IG । থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান, আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন CRPF-এর IG। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। এখনও পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান, বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে সামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন।
WB News : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ট্রাক চালকের। গুরুতর আহত হন ১০ জন বাসযাত্রী। সকাল ৬টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রায়চক থেকে ধর্মতলাগামী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এর জেরে ঘণ্টা দেড়েক অবরুদ্ধ ছিল ১১৭ নম্বর জাতীয় সড়ক।



















