Waqf Act Protest:শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ISF-এর মিছিল, অনুমতি নেই বলে শুরুতেই মিছিল আটকাল পুলিশ
ABP Ananda Live: শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ISF-এর মিছিল। অনুমতি নেই বলে শুরুতেই মিছিল আটকাল পুলিশ। নৌশাদ সিদ্দিকে অনুমতিপত্র আনলে তবে মিছিল এগোবে, সাফ জানাল পুলিশ নিজেদের পতাকা নয়, জাতীয় পতাকা নিয়ে মিছিল করুন, কর্মী, সমর্থকদের বার্তা নৌশাদের।
ওয়াকফ আঁচে মুর্শিদাবাদের পর এবার অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ও। ভাঙড়ের শোনপুরে পুলিশের ৫টি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হল। প্রথমে ইট দিয়ে ভাঙচুর করা হয়, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকগুলিতে। কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। রাস্তার উপর জ্বলছে পুলিশের ৫টি বাইক। কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা। রাস্তায় উল্টে পড়ে আছে পুলিশের প্রিজন ভ্যান। উত্তর কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ে শোনপুরে গাড়ি-বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এত পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে পুলিশের বাইকে আগুন, গাড়িতে ভাঙচুর করা হল ? তা নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে, তাও কীভাবে নজর এড়িয়ে হামলা চালাল দুষ্কৃতীরা ? এনিয়ে প্রশ্ন উঠছে।


















