Waqf Act: কলকাতার বাস থেকে খুলতে বাধ্য করা হল গেরুয়া পতাকা ! গর্জে উঠলেন শুভেন্দু, অমিত মালব্যরা
ABP Ananda LIVE : বাস থেকে জোর করে গেরুয়া পতাকা খোলাচ্ছেন, ওয়াকফ আইনের প্রতিবাদীরা। গতকাল কলকাতার এই ছবি পোস্ট করে রাজ্য় সরকারের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলছে বিজেপি। বাস থেকে গেরুয়া পতাকা খোলার ছবি প্রকাশ্যে আসার পরে তার নিন্দা করেছেন তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, ''হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্যে থেকে এইসব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে।''
Kasba Incident : বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে
বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। গত বুধবার কসবা DI অফিসে গন্ডগোলের সময় এক চাকরিপ্রার্থীকে লাথি মারতে দেখা যায় রিটন দাসকে। পুলিশ সূত্রে খবর, কসবার DI-এর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রিটনকে। পরে তাঁকে IO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে। গত বুধবার ব্যারিকেড পেরিয়ে DI অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।



















