WB Assembly Chaos: বিধানসভায় ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ডেড। বিধানসভার বাইরে বিজোপির বিক্ষোভ
ABP Ananda Live: বিধানসবায় ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ডেড। মার্শাল দিয়ে বের করে দেওয়া হল শঙ্কর ঘোষকে। ফের উত্তাল বিধানসভা, বৃহস্পতিবার একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ। এদিন বিধানসভার শুরুতেই এই বিষয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন অশোক লাহিড়ি। তিনি বলেন কোন আইনে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, তা অধ্যক্ষকে জানাতে হবে। জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য, এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। বিজেপির বিধায়করা বিধানসভায় দাঁড়িয়ে কাগজঁড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পাল্টা স্লোগান দিচ্ছেন সরকারি দলের বিধায়করা। তুমুল হই হট্টগোল। টানা স্লোগান দিচ্ছেন বিজেপির বিধায়করা। বিধানসভায় তারা কাগজ ছিঁড়তে থাকেন। অধ্যক্ষ একাধিক বিধায়কে সতর্ক করেন।



















