WB By Election: পায়রাডাঙায় বিজেপির ক্য়াম্প অফিস ভাঙচুরের অভিযোগ। ABP Ananda Live
West Bengal News: ভোট-সন্ত্রাসের চেনা ছবি বিধানসভা উপনির্বাচনেও। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙায় বিজেপি প্রার্থীর এজেন্ট-সহ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারীদের দেওয়া সিসি ক্য়ামেরার ফুটেজে, গভীর রাতে মুখে কাপড় বাঁধা একদল দুষ্কৃতীকে হাতে লাঠি নিয়ে, বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালাতে দেখা গেছে। বিজেপি প্রার্থীর এজেন্টের ঘরের জানালার কাচ ভেঙে চুরমার। মেঝেয় ছড়িয়ে ভাঙা কাচের টুকরো। দুষ্কৃতীদের সিসি ক্যামেরা ভাঙার ছবিও ধরা পড়েছে ফুটেজে। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির কর্মী সমর্থকরা। চৌমাথায় নাকাচেকিং থাকা সত্ত্বেও ৩০-৩৫ জনের দুষ্কৃতীদল
কীভাবে বাড়ি বাড়ি চড়াও হল, সেই প্রশ্ন তুলছেন তাঁরা। নির্বাচন কমিশনে সিসিটিভি ফুটেজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থীর এজেন্ট।