WB Municipal Election Result 2022: জিতেই মমতা-অভিষেকের সঙ্গে সাক্ষাৎ সব্যসাচীর, ভোটকে 'প্রহসন' বললেন অধীর | Bangla News
জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি থেকে বেড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে এসে তাঁর সঙ্গে দেখা করলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন সব্যসাচী দত্ত। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এসেছেন তিনি।
"মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলছেন মানুষের জয় কিন্তু আমরা বলব এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। কারণে ওঁকে দেখেই মানুষ ভোট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং প্রশাসন দেখেই মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছেন", বিধাননগরে জয়ী তৃণমূল প্রার্থীর সঙ্গে দেখা করে এমনটাই বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
"আমি জন প্রতিনিধি। আমি সকলকে একসঙ্গে নিয়ে চলতে ভালোবাসি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই দিনটা এসেছে। এতে আমরা সবাই খুব খুশি। দেবরাজ যেরকম মানুষ, যেভাবে জনসংযোগ রাখে এবং ওঁকে আমি যেভাবে দেখেছি, তাতে ঘরের মানুষ হয়ে বলতে পারি যে এটা আমাদের কাছে প্রত্যাশিত। আগামীতে আমাদেরকে আরও সুন্দরভাবে কাজ করতে হবে। বললেন অদিতি মুন্সী (Aditi Munsi)।
"নির্বাচন তো হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই ফলাফলে মানুষের মতামতের প্রতিফলন নেই, সন্ত্রাসের প্রতিফলন আছে। গায়ের জোরে ভোট করার চেয়ে পুর নির্বাচন করারই দরকার নেই। নির্বাচন কমিশন বসে আছে ভেড়ার দল। এতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ভারতবর্ষে কলুষিত হচ্ছে", তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)।