WB News: নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ফুঁসছে জয়নগর, এবার রাত পাহারার ডাক
ABP Ananda Live: ২দিন পার, নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ফুঁসছে জয়নগর। বিচারের দাবিতে মহিষমারিতে বিক্ষোভ, এবার রাত পাহারার ডাক। হাইকোর্টের নির্দেশে কল্যাণী JNM হাসপাতালে ময়নাতদন্ত । কাঁটাপুকুর মর্গের বদলে কল্যাণী JNM হাসপাতালে ময়নাতদন্ত । JNM হাসপাতালে ময়নাতদন্ত করলেন কল্যাণী AIIMS-এর চিকিৎসকরা। ধর্ষণ-খুনের অভিযোগ, ২দিন পরে মহিষমারিতে গেল ফরেন্সিক টিম। ধর্মতলায় অনশন মঞ্চে নিয়ে যাওয়ার পথে চৌকি আটকাল পুলিশ। বউবাজারে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র ডাক্তারদের। ধর্নাস্থলে বায়ো টয়লেট বসানো নিয়ে টানাপোড়েন। ধর্মতলায় অনশন মঞ্চে নিয়ে যাওয়ার পথে চৌকি আটকাল পুলিশ। বউবাজারে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র ডাক্তারদের। ধর্নাস্থলে বায়ো টয়লেট বসানো নিয়ে টানাপোড়েন। টাকা নিয়ে হাউস স্টাফ নিয়োগ করতেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস। মিলেছে লেনদেনের হদিশ। কোর্টে দাবি সিবিআইয়ের। ধৃত টিএমসিপির নেতার ১১ দিনের সিবিআই হেফাজত।