SSKM:আর জি কর কাণ্ডের ১ বছর পর এবার SSKM,ডাক্তার পরিচয় দিয়ে হাসপাতালেই শৌচাগারে নাবালিকাকে নির্যাতন!
ABP Ananda LIVE : এ যেন আবার রক্ষকই ভক্ষক! আর জি করে ডাক্তারের খুন-নির্যাতনের দোষী ছিল একজন সিভিক ভলান্টিয়ার। আর এবার SSKM-এ ডাক্তার পরিচয় দিয়ে, ডাক্তারদের শৌচালয়ে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল, আরেক হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে।
রাজ্যের সুপার স্পেশালিটি মেডিক্য়াল কলেজে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেছে। অভিযোগ উঠেছে রাজ্যের আরেক সরকারি হাসপাতাল NRS-এ কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসকদের জন্য নির্দিষ্ট করা শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে অমিত মল্লিকের বিরুদ্ধে। এমনকী, সিসিটিভি ফুটেজে এও দেখা গেছে যে অ্যাপ্রন, হেড ক্যাপ পরে নাবালিকাকে নিয়ে শৌচাগারের দিকে যাচ্ছে অভিযুক্ত। আর এরপরই এই নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। শিশুরোগ বিশেষজ্ঞ সেজে শৌচাগারে নিয়ে গিয়ে নাবালিকার উপরে নির্যাতন। এসএসকেএমকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের হাতে এল ফুটেজ।


















