(Source: ECI | ABP NEWS)
WB News: তল্লাশিতে গিয়ে জম্মু কাশ্মীরের কিশতোয়ারে তুষার ঝড়ে মৃত বাংলার ২ জওয়ান
ABP Ananda: তল্লাশিতে গিয়ে জম্মু কাশ্মীরের কিশতোয়ারে তুষার ঝড়ে মৃত বাংলার ২ জওয়ান। ল্যান্স নায়েক সুজয় ঘোষ ও ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের মৃত্যু। আজই গ্রামের বাড়িতে ফিরছে ২ জনের দেহ। বীরভূমের রাজনগরের বাসিন্দা সুজয় ২০১৮-তে সেনাবাহিনীতে যোগ দেন। সুজয়ের বাড়িতে রয়েছেন তাঁর মা-বাবা, দাদা এবং ভাই, গোটা গ্রাম শোকস্তব্ধ। একই অভিযানে তুষার ঝড়ে মৃত সেনাবাহিনীর ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। তাঁর দেহও আজ মুর্শিদাবাদে গ্রামের বাড়িতে ফিরছে। হরিহরপাড়া থানা এলাকায় বাড়ি পলাশের, গোটা গ্রামেই শোকের ছায়া
খড়গপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের চুলের মুঠি ধরে মার! কড়া ব্যবস্থার হুঁশিয়ারি
তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের মুখে কালি! খড়গপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের চুলের মুঠি ধরে মার! প্রকাশ্যে জুতোপেটা, বেধড়ক মারধরের ছবি ক্যামেরাবন্দি। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে-র হাতে মার খেলেন পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ। পঞ্চায়েত সদস্যকেও মারধরের অভিযোগ আক্রান্ত প্রধানের বিরুদ্ধে। আহত পঞ্চায়েত প্রধান হাসপাতালে ভর্তি, হাসপাতালে পঞ্চায়েত সদস্যও, ব্লক মহিলা তৃণমূল নেত্রী। জরুরি বৈঠক ডাকল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি বৈঠকে থাকতে বলা হয়েছে পঞ্চায়েত প্রধান দীপালি সিংহকে





















