Weather Report: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে মিলবে স্বস্তির বৃষ্টি?
ABP Ananda LIVE: এখনও রাজ্যে(west Bengal) উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকছে গরম হাওয়া। দক্ষিণবঙ্গের (South Bengal)বেশ কিছু জেলায় জারি থাকবে তাপপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তরের কিছু জেলায় অবশ্য রোজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ মে পর্যন্ত উত্তর-দক্ষিণ চব্বিশ পরগনায় (South 24 parganas)তাপপ্রবাহের (Heat Wave)কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুরে আগামী ৩দিন জারি তাপপ্রবাহের লাল সতর্কতা। হাওড়া, হুগলী, নদীয়ায় ২ মে পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা। মুর্শিদাবাদে আগামী ৪দিন জারি লাল সতর্কতা। পশ্চিমের জেলাগুলিতেও জারি তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা। মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বজায় থাকবে গরম। তবে সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও চব্বিশ পরগনা, মেদিনীপুরে। এখনও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, চলবে অসহ্য দাবদাহ। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাড়বে ধীরে ধীরে।