Weather Update: নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে একাধিক জেলা, সতর্ক থাকার নির্দেশ নবান্নের। ABP Ananda Live
নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, বীরভূম, হুগলির একাংশ। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা। জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ নবান্নের।
নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়ায় ভাসছে ঘাটাল শহর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কেঠিয়া ও মনসুকায় ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। জল ঢোকায় ঘাটাল থানা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি। নৌকা অথবা ডিঙিই একমাত্র ভরসা ঘাটালবাসীর।
ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই ও বাগুই নদীর জল বাঁধ উপছে গ্রামে ঢুকছে। বহু বাড়িতেও জল ঢুকেছে। দুর্বল বাঁধ যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা।
বীরভূমের লাভপুরের পাথরঘাটা ব্রিজের কাছে কুয়ে নদীর জল বাড়ায় পারাপার করতে গিয়ে একজন ভেসে যান। ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে মাঝ নদীতে গাছের ওপর চারজনের সন্ধান পায় পুলিশ। ৭ ঘণ্টা আটকে থাকার পর, ৩ ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।


















