Bus Accident : একই দিনে জোড়া বাস-দুর্ঘটনা, একদিকে রাজারহাট-হাড়োয়া খালে, অন্যদিকে এয়ারপোর্টের কাছে
ABP Ananda LIVE : একই দিনে জোড়া বাস দুর্ঘটনা,শুক্রবারের সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাজারহাটে খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, দুর্ঘটনায় আহত ৪০ থেকে ৫০ জন। একেবারে রাস্তা থেকে খালি উল্টে যায় পুরো বাসটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজারহাট-হাড়োয়া খালে বাস উল্টে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বেড়াচাঁপা থেকে করুণাময়ী আসার পথে উল্টে যায় বাস। ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ। ঘুমের ঘোরে দুর্ঘটনা কি না, চালক ও খালাসিকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এই বাসটি বেপরোয়া গতিতেই আসছিল। মনে করা হয়েছে কোনও কারণে হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাসটি। গতির জেরে কিংবা চালকের ভুলে বাসটি একেবারে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। যাত্রীদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে,এয়ারপোর্টের কাছে সরকারি বাসে আগুন। বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বাসে অগ্নিকাণ্ড। আসানসোল থেকে কলকাতাগামী বাসে আগুন। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণ বাঁচান যাত্রীরা। ঘটনাস্থলে বিমানবন্দর থানা বিমানবন্দর ট্রাফিক গার্ড
ট্রেন্ডিং
সেরা শিরোনাম


















