BJP Protest : অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রসঙ্গ টেনে আক্রমণ শানাল বিজেপি
ABP Ananda Live: বিজেপি হোক বা তৃণমূল। অপারেশন সিঁদুর নিয়ে দুই শিবিরের নেতাদের মুখ থেকেই বেরিয়েছে বিতর্কিত মন্তব্য। মঙ্গলবার সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতেও উঠে এল সেই প্রসঙ্গ। মন্ত্রী উদয়ন গুহ, ফিরহাদ হাকিম ও পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রসঙ্গ টেনে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাল বিজেপি। শুভেন্দু অধিকারী বলেন, আপনাদের বিধায়করা বাইরে যে মন্তব্য করছেন, সেটা মেনে নেওয়া যায় না। ফিরহাদ হাকিম বলছেন, উদয়ন গুহ বলেছেন, আগে চায়ের ব্যবসা করত এখন সিঁদুরের ব্যবসা করে। কেউ বলেছে 'অপারেশন নাটক', পাকিস্তানের সাথে সেটিং হয়েছে। ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন বিরোধী দলনেতা। পাল্টা মুখ্য়মন্ত্রী বলেন মধ্যপ্রদেশের এক নেতা বলছেন, মেয়েরা কেন সামনের সারিতে লড়াই করবে। এই কথা মেনে নেওয়া যায় না। যে জঙ্গিরা এল, কীভাবে এল? কেন ধরা পড়ল না? এতজন মানুষ কী করে মারা গেল, উত্তর দেবেন না প্রধানমন্ত্রী?



















