Dumdum News: দমদমে আইনজীবীর ওপর হামলা, গ্রেফতার প্রাক্তন স্কুল শিক্ষক
ABP Ananda Live: দমদমে আইনজীবীকে কোপ, গ্রেফতার প্রাক্তন স্কুল শিক্ষক। আক্রান্ত ব্যারাকপুর কোর্টের আইনজীবী। অভিযুক্ত সিপিএম সমর্থক, দাবি বিজেপির।
RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই
ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের উচ্ছেদ নোটিসের বিরোধিতা করে পথে নামল তৃণমূল। RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই দিলেন চুুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেলের আমবাগান এলাকায় রেল কোয়ার্টার থেকে উচ্ছেদের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নোটিস ঝোলানো হয়। এরপরই এলাকায় গিয়ে RPF-কে লাঠি-ঝাঁটা-জুতো আক্রমণের পরামর্শ দেন তৃণমূল বিধায়ক। প্রয়োজনে জমি নিলেও পুনর্বাসনের ব্যবস্থা করবে রেল, তৃণমূল রাজনীতি করছে, প্রতিক্রিয়া কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের।
টালিগঞ্জে আবার ডামাডোল, পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ
টালিগঞ্জে আবার ডামাডোল। পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ। বেশ কিছু সিরিয়ালের শ্যুটিং বন্ধ, খবর সূত্রের। টেকনিসিয়ানদের দাবি না মানলে বুধবার থেকে সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ হওয়ার আশঙ্কা। টেকনিসিয়ান ও ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় সেটের কাজ বন্ধের অভিযোগ।




















