Jadavpur University: মুখোমুখি সংঘর্ষে SFI-ABVP। রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় !
ABP Ananda LIVE : যাদবপুর থানার সামনে অবরোধ বিক্ষোভকারীদের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। থানার সামনে আন্দোলনে এবিভিপি। ক্যাম্পাসের বিতর ঢুকে পড়ল এবিভিপি-র মিছিল। রাস্তায় শুয়ে আন্দোলনে এবিভিপি সমর্থকরা। গেট থেকে খুলে ফেলা হল SFI এর পতাকা। গেট বন্ধ করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। গেটে তালা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
ট্যাংরাকাণ্ডের ৩জন খুন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এদিকে আজই এনআরএস থেকে ছাড়া হল ছোট ভাই প্রসূনকে। সম্প্রতি লালবাজার সূত্রে খবর এসেছিল , প্রণয় ও প্রসূন দে-কে হাসপাতাল থেকে ছাড়া হলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 'সুস্থ হলেই করা হবে গ্রেফতার।' শেষ অবধি পাওয়া খবরে, এদিন হাসপাতাল থেকে ছাড়ার পরেই প্রসূনকে আনা হয়েছে ট্যাংরা থানায়। বক্তব্যে অসঙ্গতি থাকায়, করা হয়েছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। যদিও গ্রেফতার করা হবে কিনা, এবিষয়ে কোনও খবর মেলেনি। ট্যাংরায় ২ মহিলাকে খুন করেছিল কে? এবার প্রসূনের 'স্বীকারোক্তি'। পুলিশ সূত্রে খবর,'বৌদি ও স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে হাত-গলা কেটেছিল প্রসূনই', জিজ্ঞাসাবাদের এমনই স্বীকারোক্তি ছোট ভাইয়ের । তাহলে প্রণয়ের নাবালিকা কন্যাকে খুন করল কে? ট্যাংরাকাণ্ডের ৩জন খুনের ঘটনায় এখনও ধোঁয়াশা ! লালবাজার সূত্রের খবর,'পায়েসের মধ্যে বিষ মিশিয়েছিল বড় ভাই প্রণয়। বালিশ দিয়ে মুখ চেপে বৌদি-স্ত্রীর হাতের শিরা-গলা কাটে প্রসূন। বাঁচার জন্য চেষ্টা করেছিল স্ত্রী রোমি, তাই শরীরে আঘাতের চিহ্ন', পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে এমনই স্বীকার প্রসূনের।


















