Market Price Hike: সবজির দামে সেঞ্চুরি পার, মাছের দামও আকাশছোঁয়া, আজ কততে বিকোচ্ছে আনাজ?
একে তীব্র গরম, তার ওপর বৃষ্টি নেই। দুইয়ে মিলে আগুন লাগিয়েছে সবজিতে। বেশিরভাগ সবজির দামই সেঞ্চুরি পার করেছে। মাছের দামও আকাশ ছোঁয়া। রোজকার পাতে একটু মাছ আর সবজির জন্য ঘাম ছুটে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির। দাম বেশি থাকায় চাহিদাও কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সামান্য সবজি আর মাছ কিনতে গিয়েই ফতুর হওয়ার জোগাড় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের। যা অবস্থা, তাতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে, পকেটে করে আনাজ আনার জোগাড়। ব্যাগ হাতে বাজারে পৌঁছোলেই কান্না পাচ্ছে আম-জনতার। যে সবজির দিকেই চোখ যাচ্ছে তারই আকাশ ছোঁয়া দাম। মাছে- ভাতে বাঙালি সমান্য তরকারি-ভাত জোটাতেই হিমশিম খাচ্ছে। বিক্রেতাদের দাবি, প্রচন্ড গরমে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে সবজির দাম আকাশ ছুঁয়েছে। গরমে বাজারে আসার আগেই নষ্ট হয়ে যাচ্ছে মাছ, ডিম তাই সেখানে হাত দিলেও ছ্যাঁকা লাগছে।
![Kolkata News: বিবাদী বাগে অস্ত্রের দোকানে হানা STF-এর, কী বললেন শুভেন্দু? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/d55edc6b8433947276a9116b4a196e7c1739639652202967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)