West Bengal News: ভিনরাজ্যে বাংলাদেশি অভিযোগে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ | ABP Ananda Live
ABP Ananda Live: বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্য়ে বাঙালি পরিযায়ীদের আটক করা চলছেই। কোচবিহার থেকে উত্তর ২৪ পরগনা। মালদা থেকে নদিয়া। ভিনরাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ আসছেই। সেই আবহে এবার, মালদার ৭ পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠল হরিয়ানার গুরুগ্রাম পুলিশের বিরুদ্ধে। খোদ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুর থেকে উঠেছে এমনই অভিযোগ। পরিবারের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই আটক করে রাখা হয়েছে তাঁদেরকে। আরমানি বেওয়া নাম এক পরিযায়ী শ্রমিকের মা বলছেন - সেখানে, হিমঘরের মতো ছোট্ট ঘরে গরু-ছাগলের মতো ঠাসাঠাসি করে আটকে রাখা হয়েছে তাদের। খবর পেয়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী ও হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। অন্যদিকে, এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা।
৬১ লক্ষ ভোটার বাদ যাবে বিহারে! নির্বাচন বয়কটের ভাবনা তেজস্বীর, বিজেপি-র অস্বস্তি বাড়ালেন নীতীশের দলের সাংসদও
ভোটারতালিকায় বিশেষ সংশোধন ঘটানো ঘিরে উত্তাল গোটা দেশ। সেই নিয়ে পারদ চড়ছে নির্বাচনমুখী বিহারেও। আর সেই আবহেই নির্বাচন বয়কটের জল্পনা উস্কে দিলেন লালুপ্রসাদ যাদবের ছেলে, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা রাজ্য বিধানসভার বিরোদী দলনেতা তেজস্বী যাদব। এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না, জোটসঙ্গী এবং মানুষের মতামতকে সামনে রেখে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তেজস্বী। (Bihar Voter List Row)বিহারের ভোটারতালিকা থেকে প্রায় ৬১ লক্ষ নাম বাদ পড়তে চলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ৯৯ শতাংশ ভোটারের কাছে পৌঁছতে পেরেছে তারা। ৭.৯ কোটি ভোটারের মধ্যে ৭.২১ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে এবং তার ডিজিটালকরণও সম্পন্ন হয়েছে। ৭ লক্ষ মানুষ এখনও ফর্ম জমা দেননি। যে ৬১.১ লক্ষ ভোটারের নাম পড়তে পারে বলে জানা যাচ্ছে, তাঁদের মধ্যে ২১.৬ লক্ষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কমিশন। ৩১.৫ লক্ষ পাকাপাকি ভাবে বিহারের বাইরে চলে গিয়েছেন। ৭ লক্ষের নাম রয়েছে একাধিক জায়গায়। ১ লক্ষের কোনও খোঁজ পাওয়া যায়নি। (Bihar Assembly Elections 2025)


















