West Bengal News : আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও ১। এখনও ফেরার ডোমকলের আসামি
ABP Ananda LIVE : গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দি, এখন ফেরার ডোমকলের আসামি। পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও ১। ধৃত ধৃত তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী।
North Dinajpur News: জিরো টলারেন্স নীতিতে জোর, পুলিশের কড়া অবস্থান বোঝালেন ADG আইনশৃঙ্খলা
পুলিশের কড়া অবস্থানের কথা বুঝিয়ে দিলেন এডিজি আইনশৃঙ্খলা। তাঁর মুখে শোনা গেল 'এনকাউন্টার' থেকে 'জিরো টলারেন্সে'র প্রসঙ্গ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত হয়েছে, পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া সাজ্জাক আলম। পুলিশের দাবি, শনিবার, সাত সকালে, বাংলাদেশে পালানোর সময় পুলিশকে দেখে গুলি চালাতে শুরু করেন তিনি। বাধ্য হয়ে পুলিশও গুলি চালায়। আর তাতেই মৃত্যু হয় খুনের মামলায় পলাতক বিচারাধীন বন্দি সাজ্জাক আলমের। গোয়ালপোখরে দুই পুলিশ গুলিতে জখম হওয়ার পরই উত্তরবঙ্গে গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
আর, তার ঠিক দু দিনের মাথায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে পুলিশকে গুলি করে পালানোয় অভিযুক্ত সাজ্জাকের। গতকাল এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, "পেশাদার বাহিনী আর ট্রিগার হ্যাপি বাহিনীর মধ্যে পার্থক্য আছে। আমরা পশ্চিমবঙ্গ পুলিশ পেশাদার বাহিনী এবং আইনত পুলিশ যেখানে গুলি চালাতে পারে সেটাই নিশ্চিত করার চেষ্টা করা হবে যে, দরকার হলে করা হবে। প্রত্যেক পুলিশকর্মীকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়, কখন করতে হবে, কীভাবে করতে হবে, সেটা আইনে বলা আছে এবং সেটাকে বিধিসম্মত করে, মেনে যেন কাজকর্ম করা হয় সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে, কিন্তু অপরাধীদের প্রতি জিরো টলারেন্স, আমি বারবার বলার চেষ্টা করছি, সেটা আছে, এটা না যে বাংলায় এনকাউন্টার হয় না বা একটা প্রথম হল।''

















