Kolkata News : টাকা ধার না দেওয়ায় ভাইয়ের হাতে চরম পরিণতি দিদির ! গল্ফগ্রিনের ঘটনার তদন্তে চাঞ্চল্য !
ABP Ananda LIVE : টাকা ধার না দেওয়ায় ভাইয়ের হাতে দিদি খুন, গলফ গ্রিনে মহিলা খুনের কিনারা। মামাতো ভাইয়ের হাতে খুন দিদি, গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গতকাল নাফিসার ফ্ল্যাটে এসে ১০ হাজার টাকা ধার চান ভাই সাবির আলি। বচসা চলাকালীন নাফিসাই আত্মরক্ষার্থে রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসেন। সেই ছুরি কেড়ে নিয়েই দিদির গলার নলি কেটে দেন ভাই, খবর পুলিশ সূত্রে। দেহ লুকিয়ে রাখা হয় খাটের নীচে, খবর পুলিশ সূত্রে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছে ধৃত।
স্যালাইন কাণ্ডে সাসপেন্ড ১২ জন চিকিৎসক, তাঁদের মধ্যে ৬ জন জুনিয়র চিকিৎসক
স্যালাইন কাণ্ডে সাসপেন্ড ১২ জন চিকিৎসক। মেদিনীপুর মেডিক্যালের নতুন MSVP ইন্দ্রনীল সেন। সাগর দত্ত থেকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হল ইন্দ্রনীল সেনকে। মেদিনীপুর মেডিক্যালের স্ত্রী রোগ বিভাগের নতুন প্রধান দেবদত্ত ঘোষ। আর জি কর মেডিক্যাল থেকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হল দেবদত্ত ঘোষকে। ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ হল, সাসপেন্ড হওয়া চিকিৎসকদের মধ্যে ৬ জন হলেন পিজিটি বা জুনিয়র চিকিৎসক।



















