Shankar Ghosh : ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত, সেই নাগরাকাটাতেই ফের ত্রাণ বিলি শঙ্কর ঘোষের
ABP Ananda Live: ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত, সেই নাগরাকাটাতেই ত্রাণ বিলি শঙ্কর ঘোষের। গত সোমবার হামলার মুখে, ত্রাণ নিয়ে ফের নাগরাকাটায় শঙ্কর ঘোষ । হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২ দিন পরই ত্রাণ বিলি বিজেপি বিধায়কের । শঙ্কর ঘোষের সঙ্গে ছিলেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। না এলে দুষ্কৃতীরা ভাবত ভয় পেয়েছি, প্রতিক্রিয়া শঙ্কর ঘোষের। ০৬ অক্টোবর, ২০২৫: নাগরাকাটার বামনঘাটায় আক্রান্ত হন শঙ্কর ঘোষ, খগেন মুর্মু। রক্তান্ত হন খগেন মুর্মু, মারধর করা হয় শঙ্কর ঘোষকে । এখনও হাসপাতালে ভর্তি খগেন মুর্মু, ২ দিন আগে ছাড়া পান শঙ্কর ঘোষ।
Durgapur Doctor Molestation: 'ফোন কেড়ে, পথ আটকে, ফাঁকা জায়গায় নিয়ে...' দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে নিগ্রহ!
গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খেতে যান ওই ছাত্রী। অভিযোগ, ফেরার সময় ২-৩ জন যুবক তাঁদের পথ আটকায়। একজন ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেয়। আরেকজন তাঁকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নির্যাতিতার সঙ্গী তাঁকে ওই মেডিক্যাল কলেজেই ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার সঙ্গীর ভূমিকাও।
সূত্রের খবর পরে নির্যাতিতার সঙ্গীই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিতার মা-বাবা ওড়িশা থেকে দুর্গাপুরে এসেছেন। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগ পেয়ে তদন্ত চলছে।নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















