RG Kar : 'সঞ্জয় সর্বোচ্চ সাজা পাক অসুবিধে নেই, বাকিরা প্রকাশ্যে ঘুরবে বেড়াচ্ছে কেন?', প্রশ্ন দেবাশিসের
ABP Ananda LIVE : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলা, ১৮ জানুয়ারি রায় ঘোষণা। ১৮ জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলার বিচারপ্রক্রিয়া শেষ। ১৮ জানুয়ারি দুপুর ২.৩০-এ রায় ঘোষণা। বিচারপ্রক্রিয়া শুরুর ২ মাসের মাথায় রায়ের দিন ঘোষণা। ০৯.০৮.২৪: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন। আর জি কর-কাণ্ডের ৫ মাসের মাথায় রায়ের দিন ঘোষণা। 'সঞ্জয় সর্বোচ্চ সাজা পাক অসুবিধে নেই, বাকিরা প্রকাশ্যে ঘুরবে বেড়াচ্ছে কেন?', প্রশ্ন দেবাশিসের
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা ১৮ জানুয়ারি। ওই দিন রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলার বিচারপ্রক্রিয়া শেষ। ১৮ জানুয়ারি দুপুর ২.৩০টে নাগাদ রায় ঘোষণা হবে। আর জি করের ঘটনার পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে চলেছে। (RG Kar Verdict)
আর জি কর ধর্ষণ এবং খুনের মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। বৃহস্পতিবার, ঠিক দু'মাসের মাথায় বিচারপর্ব শুরু হয়। আর সেখানেই রায় ঘোষণার দিন নির্দিষ্ট ভাবে জানানো হল। এদিন আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র আইনজীবী, নির্যাতিতার পরিবারের সদস্যরা, তাঁদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। (RG Kar Case)
এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে সওয়াল করেন। পাশাপাশি, CBI-এর আইনজীবী সওয়াল করতে ওঠেন। সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়ার কথা বলেন তিনি। এর আগে, রাজ্য সরকারও ফাঁসির পক্ষেই সওয়াল করে। CBI-ও সঞ্জয়ের মৃত্যুদণ্ডের পক্ষেই সওয়াল করল আদালতে।