Tab Scam: ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, 'তরুণের স্বপ্নচুরির' নেপথ্যে তরুণরাই!
ABP Ananda Live: ট্য়াব জালিয়াতির অভিযোগ ঘিরে সরগরম গোটা রাজ্য়। কিন্তু পুলিশ কি আগাগোড়া সতর্ক ছিল। যেটা জানা যাচ্ছে, কয়েক বছর আগে মানিকতলায় কয়েকজন ছাত্রের ক্ষেত্রে এমনটা হয়েছিল। কিন্তু ট্য়াব-জালিয়াতির তদন্ত তখন সেভাবে এগোয়নি বলে অভিযোগ। রাজ্যজুড়ে ট্যাব জালিয়াতির জাল। প্রায় বারোশো অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা ফ্রিজ। মোট গ্রেফতার ২৭। শিলিগুড়ি, উস্তি, সাঁকরাইলে নতুন অভিযোগ দায়ের।
আরও খবর, বৃহস্পতিবার আদানি-ইস্য়ুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। গতবছর হিন্ডেনবার্গ রিপোর্টে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পর গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। তবে তৃণমূলের এই আদানি-বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক নয়। তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ২০২১ সালের ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। ২০২২ সালে রাজ্য় সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্য়মন্ত্রী।