TMC News : কাটমানি না দেওয়ায় আটকে ঠিকাদারের বিল, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে !
ABP Ananda LIVE : পুরুলিয়ায় সরকারি প্রকল্পের কাজের পর ঠিকাদারের বিল পাস করাতে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে নালিশ জানিয়ে জেলাশাসককে ইমেল করলেন তৃণমূলেরই জেলা কমিটির সদস্য। তৃণমূল নেতার অভিযোগ, পুরুলিয়ার কাশীপুর ব্লকের সোনাথলী গ্রাম পঞ্চায়েতে সৌরশক্তিচালিত জল প্রকল্পের কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার কাছে ১২ শতাংশ কাটমানি চান প্রধান ও উপপ্রধান। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা টাকা চাওয়ার অভিযোগ খারিজ করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। এই ঘটনায় বিজেপির কটাক্ষ, ভাগবাঁটোয়ারার রাজনীতিতেই তৃণমূলের মধ্যের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।
দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'
নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'
কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই।



















