WB News:'এটা দুর্ভাগ্যজনক এবং বিস্ময়কর', ইতিহাসের প্রশ্নপত্র বিতর্ক প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার
ABP Ananda LIVE :পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক। বুধবার স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল। ১৯৩১ থেকে ১৯৩৩-এই তিন বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন তিন ম্যাজিস্ট্রেট। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে লেখা হয়েছে, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো, যাঁরা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন?‘ প্রশ্নপত্র সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন অধ্যাপকরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। (Kolkata News)।১২ নম্বর প্রশ্নে বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী' বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে যোগাযোগ করলে ফোনে সাড়া দেননি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। তবে এ নিয়ে নিন্দায় সরব হয়েছেন অধ্যাপকরা। তাঁদের বক্তব্য, "স্বাধীনতা সংগ্রামের একটা গৌরবান্বিত ইতিহাস আছে। সেই ইতিহাসকে এতটা অপমান করা হল! এই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা যায় না। এটা সম্পূর্ণ ভুল। যেখান থেকে, যেভাবেই হোক না কেন, ভুল ভাবে প্রকাশিত হয়েছে। এটা খুব হতাশাজনক, দুঃখজনক, লজ্জাজনক।" (Vidyasagar University)।



















