এক্সপ্লোর
SLST Protest: এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর কী বললেন এসএসসি চেয়ারম্যান ?
'ভেস্তে' গেল এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে এসএসসি বৈঠক । ১ হাজার ৭৪তম দিনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক। কুণাল ঘোষের উদ্যোগে এসএসসির সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক। ৩.৪৯ মিনিটে বৈঠক, আধ ঘণ্টাতেই শেষ বৈঠক! বৈঠক সেরে বেরিয়ে এসেই মুখে কালি মেখে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের। 'নিয়োগ প্রক্রিয়া শুরুর কোনও নির্দেশ নেই, জানিয়েছেন এসএসএসি চেয়ারম্যান'। এসএসসির সঙ্গে বৈঠকের পর দাবি এসএলএসটি চাকরিপ্রার্থীদের। কথা শুনেছি, যেখানে জানার জানাব, দাবি এসএসসি চেয়ারম্যানের। মুখে কালি মেখে কুণাল ঘোষের অফিসের দিকে রওনা চাকরিপ্রার্থীদের। নন্দীগ্রাম থেকে ফিরে দেখা করবেন বলে জানিয়েছেন কুণাল, দাবি চাকরিপ্রার্থীদের---
জেলার
ভোটারদের মুচলেকা নিচ্ছে কমিশন, অভিযোগ BLO ঐক্য মঞ্চের
আরও দেখুন

















