Madhyamik HS Exam: বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা হওয়া উচিত, কি না, তা নিয়ে দ্বিধা-বিভক্ত বিশেষজ্ঞ মহল
পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা। বুধবার দুপুরে সূচি ঘোষণার কথা ছিল। কিন্তু, আপাতত সূচি ঘোষণা স্থগিত রাখা হল। গঠন করা হল বিশেষজ্ঞ কমিটির। রবিবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। এরপরই, মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করা হবে। সেইসঙ্গে কীভাবে পরীক্ষা হবে, খাতা দেখাই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানানো হবে। বুধবার সকালেই জানিয়ে দেওয়া হয় যে, আপাতত সূচি ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)