HS Result Update: উচ্চমাধ্যমিকে পরিমার্জিত মার্কশিট পেতে এই মর্মেই কার্যত মুচলেকা দিতে হচ্ছে স্কুলগুলিকে
উচ্চমাধ্যমিকে (HS Exam Result) ফেলের দায় স্কুলের? সংসদের পরিমার্জিত মার্কশিট পেতে এই মর্মে কার্যত মুচলেকা দিতে হচ্ছে স্কুলগুলিকে। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এর পরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির কাছে আবেদন জানিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা।
প্রসঙ্গত, কলকাতা থেকে বিভিন্ন জেলায়, ফলপ্রকাশের পর উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অসন্তোষ ছড়িয়ে পড়েছিল রাজ্যজুড়ে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার্থীদের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানায়, সাত দিনের মধ্যে ফলাফল সংক্রান্ত অভিযোগ এবং আবেদন নথি সহকারে সংসদ অফিসে জানাতে হবে প্রধান শিক্ষকদের।






















