Madhyamik 2026: রচনা থেকে প্রবন্ধ, MCQ-এ ফুল মার্কসে করতে হবে কী? মাধ্যমিকের বাংলার লাস্ট মিনিট টিপস
Madhyamik Examination 2026 : Madhyamik Bengali Last Minute Tips : মাধ্যমিক পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের প্রথম বড় চ্যালেঞ্জ। আর এই পরীক্ষা ঘিরেই কাজ করে এক মিশ্র অনুভূতি। কারও মনে ভয়, আবার কারও আত্মবিশ্বাস। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মতে, সঠিক পরিকল্পনা এবং গুছিয়ে উত্তর লিখতে পারলেই মাধ্যমিকে ভাল নম্বর পাওয়া মোটেও কঠিন নয়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা। প্রস্তুতি এখন অন্তিম পর্যায়ে। পরীক্ষার্থীদের এই প্রস্তুতিকে আরও নিখুঁত করতে ‘পাঠশালা লাইভ’-এর ক্লাসরুমে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন যোধপুর পার্ক বয়েজ় স্কুলের বিশিষ্ট বাংলা শিক্ষক ডঃ প্রিয়তোষ বসু। ছোট প্রশ্ন, এমসিকিউ (MCQ) থেকে শুরু করে বড় প্রশ্ন, নাটক, রচনা, প্রবন্ধ এবং ভাবার্থ—প্রতিটি বিভাগের ওপর 'টু-দি-পয়েন্ট' বা যথাযথ আলোকপাত করেছেন। পরীক্ষায় কীভাবে লিখলে সম্পূর্ণ নম্বর বা 'ফুল মার্কস' পাওয়া সম্ভব, তার বিশেষ কৌশলের কথা জানিয়েছেন তিনি। শেষ মুহূর্তের রিভিশনে কোন কোন গল্প ও কবিতার ওপর বেশি নজর দিতে হবে এবং কোথা থেকে বেশি নম্বর পাওয়ার সুযোগ রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বছরভরের পড়াশোনা শেষ, এখন সময় কেবল নিজেকে শান্ত রেখে অর্জিত জ্ঞানকে খাতায় ফুটিয়ে তোলার। শিক্ষার্থীদের সহায়তায় 'পাঠশালা লাইভ'-এর এই উদ্যোগের মূল লক্ষ্য হল পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো। যোধপুর পার্ক বয়েজ় স্কুলের বিশেষজ্ঞ শিক্ষকের এই সুচিন্তিত পরামর্শ যদি ছাত্রছাত্রীদের সামান্যতম উপকারেও আসে, তবেই এই প্রচেষ্টা সার্থক হবে। জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।






















