SNU:ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট থেকে ফ্যাশন, আগামী নিয়ে কী ভাবছে Techno India,জানালেন সত্যম রায়চৌধুরী
ABP Live Smart Education Conclave 2025 : টেকনো ইন্ডিয়া গ্রুপ। বাংলার বুকে উজ্জ্বল নাম। ৪ দশক ধরে শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করে যাচ্ছে এই সংস্থা। বিরাট এই সংস্থার শতাধিক ক্যাম্পাস। স্কুল শিক্ষা থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পাঠ্যক্রম। অত্যাধুনিক সব বিষয় নিয়ে উচ্চশিক্ষার দ্বার খোলা এখানে। শুরু হতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপের স্পোর্টস ইউনিভার্সিটি ও ফ্যাশন অ্যান্ড স্কিল ইউনিভার্সিটি। আগামী নিয়ে কী ভাবছে সংস্থা ? এবিপি লাইভ বাংলার সঙ্গে আলোচনায় সংস্থার কর্ণধার টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী।
আরও খবর...
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক নিয়ে বড় ঘোষণা NPCI-এর, আয়কর পোর্টালে এল এই বদল
দ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে সমস্ত সদস্য ব্যাঙ্ক যাতে রিয়েল টাইম প্যান ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইকরণ করে আয়কর বিভাগের ই-পোর্টালে। এনপিসিআইয়ের একটি সার্কুলার অনুসারে, সরকারি বিভাগগুলি (PAN Bank Account Link) এখন থেকে একটি নির্দিষ্ট এপিআই পরিষেবা ব্যবহার করতে পারবেন যা গ্রাহকদের তথ্য যেমন প্যান স্ট্যাটাস, অ্যাকাউন্ট যাচাইকরণ এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম সরাসরি ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে যাচাই করে নিতে পারবে।




















