এক্সপ্লোর
Tutopia App : টিউটোপিয়া অ্যাপ হাতে পাওয়ার পর মাধ্যমিকের টেনশন উধাও !
জুন মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে, এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলে গিয়ে ক্লাস করেছে মেরেকেটে আড়াই মাস। ফলে তাঁদের কাছে চ্যালেঞ্জটা আরও কঠিন। কিন্তু, এই অবস্থায় এবিপি আনন্দর সহযোগিতায় হাইটেক অ্যানিমেশনের তৈরি টিউটোপিয়া অ্যাপ হাতে পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে তারা। যেমন বোড়ালের বাসিন্দা ইপ্সিতা ভট্টাচার্য। দীর্ঘদিন ক্লাসরুমের সঙ্গে কোনও যোগাযোগ না থাকায় বেশ দুশ্চিন্তায় ছিল সে। কিন্তু, টিউটোপিয়া অ্যাপ হাতে পাওয়ার পর সেই ভয় কার্যত উবে গেছে।
আরও দেখুন






















