Tutopia Learning App: বিনামূল্যে এবারের মাধ্যমিকের কোচিং ক্লাস, লঞ্চ হল টিউটোপিয়া অ্যাপের
করোনা (Corona) আবহে বছর খানেক পর খুলেছে স্কুল। জুন মাস পর্যন্ত পিছিয়ে গিয়েছে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। লকডাউনে স্কুলের পড়াশোনা বদলে গেছে অনলাইন ক্লাসে। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস হয়েছে প্রায় আড়াই মাস। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের জন্য হাইটেক অ্যানিমেশন (Hightech Animation) তৈরি করেছে টিউটোপিয়া (Tutopia) অ্যাপ। এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে হল অ্যাপের উদ্বোধন। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য এই অ্যাপ উপকারী হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এবিপি আনন্দের সহযোগিতায় হাইটেক অ্যানিমেশন পড়ুয়াদের জন্য তৈরি করেছে ‘টিউটোপিয়া’ অ্যাপ।






















