
Panchayet Election: পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৬ দিনে ১৬ মৃত্যু! ABP Ananda Live
পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৬ দিনে ১৬ মৃত্যু! ৪ জুলাই: দেগঙ্গায় বোমাবাজিতে স্কুল পড়ুয়া খুন। ৯ জুন: মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন । ১৫ জুন: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে খুন ১ আইএসএফ কর্মী ও ২ তৃণমূল কর্মী । ১৫ জুন: মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে, গুলি করে খুন। ১৭ জুন: কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুন । ১৭ জুন: মালদার সুজাপুরে পিটিয়ে মারা হয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে। ২১ জুন: উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে গুলিবিদ্ধ সিপিএম কর্মী খুন। ২২ জুন: পুরুলিয়ায় গুলি করে খুন তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে।২৪ জুন, মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষকৃতী আলিম বিশ্বাসের। ২৭ জুন, কোচবিহারের দিনহাটার গীতালদহে বাংলাদেশ সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী বাবু হকের।২৯ জুন, পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বাড়ি থেকে উদ্ধার হয় বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ১ জুলাই, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামে গুলি করে খুন করা হয় যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লাকে। পঞ্চায়েতের টিকিট নিয়ে তৃণমূল ও যুব তৃণমূলের কোন্দলে খুন বলে অভিযোগ ওঠে। ৩ জুলাই, ভোরে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী পরিতোষ মণ্ডলের। ৩ জুলাই, পুরুলিয়ার মানবাজারে বিজেপির এসটি মোর্চার বুথ সম্পাদক বঙ্কিম হাঁসদার রহস্যমৃত্যু। রাস্তার ধারে খেতের মধ্যে থেকে দেহ উদ্ধার হয়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে বিজেপি। ৪ জুলাই, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গাঙাটি গ্রামে বোমার আঘাতে মৃত্যু হয় ১৭ বছরের তৃণমূল সমর্থক ইমরান হোসেনের। আইএসএফ ও সিপিএম সমর্থিত নির্দলদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
