Abhishek Banerjee: 'কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার', সাংবাদিক বৈঠকে বললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live
'রাজ্য নির্বাচন কমিশন যে কোনও জবাব দেওয়ার জন্য যোগ্য'।'রাজ্যপাল বলছেন আমি সংবিধানের রক্ষাকর্তা, বঞ্চনা নিয়ে নীরব কেন?''করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় কোনও মৃতের বাড়ি গেছেন রাজ্যপাল?''শুধু দিল্লির আদেশ পালনের চেষ্টা করছেন রাজ্যপাল'।'কমিশনের হাতে রক্ত লাগলে, মণিপুরের ঘটনায় কার হাতে রক্ত?''শুভেন্দু ৫ লক্ষ টাকায় বিক্রি হন, তার কথার প্রতিক্রিয়া দেব না'।'সারদা থেকে নারদ, বাংলার যত কেলেঙ্কারি, সবেতেই যুক্ত শুভেন্দু'।শুভেন্দুর উপ মুখ্যমন্ত্রীর পদও প্রত্যাখ্যান করার দাবিকে কটাক্ষ অভিষেকের । 'গণপ্রতিরোধ মানে বাম-বিজেপি-কংগ্রেসের এজেন্ট নিয়ে লড়াই করা?''বোঝাই যাচ্ছে বিজেপির হাতে প্রার্থী নেই, এই জোট মানুষ প্রত্যাখ্যান করবে'।






















