Amit Shah Rally: 'আমফানের টাকা যাঁরা খেয়েছেন, তাঁদের জেলে ঢোকাব,' হুঁশিয়ারি অমিতের
অমিত শাহ (Amit Shah) আজ গোসাবার সভা থেকে বলেন, "রাজ্যে বিজেপি সরকার গড়লে, এলাকায় পাইপে আসবে পরিশ্রুত জল। এলাকায় তৈরি হবে সেতু। দিদি সুন্দরবনের সঙ্গে অনেক অন্যায় করেছেন, কিন্তু সুন্দরবনকে আমরা দেশের অন্যতম উন্নত এলাকা বানাব।" পাশাপাশি তিনি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, "আমফানের ১০ হাজার কোটি কোথায় গেল? ভাইপো কোম্পানি সব টাকা খেয়ে নিয়েছে। যারা চুরি করেছে SIT তৈরি করে তা বার করা হবে। দোষীদের আমরা জেলে ঢোকাব।" পাশাপাশি তিনি বলেন, "সুন্দরবনে এইমস তৈরি করব, চিকিৎসার জন্য কলকাতা যেতে হবে না। মৎস্যজীবীদের জন্য আলাদা আর্থিক সাহায্য করা হবে, মৎস্যজীবীদের দেওয়া হবে ৩ লক্ষ টাকার বিমা। বাঘ সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে। যা প্রতিশ্রুতি দেওয়া হয়, বিজেপি তা পূরণ করে।"






















