WB News: আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী, কমিশন সূত্রে খবর
ABP Ananda Live: আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী, কমিশন সূত্রে খবর। কালীগঞ্জ উপনির্বাচনে আপাতত ১৮ থেকে ২০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
এবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন চাকরিহারারা
বিকাশভবনে চাকরিহারাদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠকে সমাধানসূত্র অধরা, বাড়ল জটিলতা ? কোন পথে সমাধানসূত্র, ধন্দ বহাল । এবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন চাকরিহারারা। 'কবে রিভিউ পিটিশন, নিশ্চয়তা নেই সরকারের কাছে'। 'রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য', জানিয়েছেন শিক্ষাসচিব, দাবি চাকরিহারাদের। পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা। যা হবে আইনজ্ঞের পরামর্শ মেনে, খবর সরকারি সূত্রে। অসন্তুষ্ট চাকরিহারারা, আন্দোলনকে দিল্লিমুখী করার পরিকল্পনা।
কাকদ্বীপকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি শুভেন্দুর
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিরকের দফতরে বিরোধী দলনেতা । ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনে শুভেন্দু । কাকদ্বীপকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর । কমিশনের কাছে কাকদ্বীপকাণ্ডে সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতার। কাকদ্বীপের ডিএম, এসডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ । 'রানাঘাটে বাংলাদেশি ভোটার, বিদেশি মুদ্রা লেনদেনের ইডি তদন্ত করছে'।





















