Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা
ABP Ananda Live: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা। মণিপুরে লাগাতার অশান্তি, পদত্যাগ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের! প্রায় ২ বছর ধরে অশান্ত মণিপুর, অবশেষে মুখ্যমন্ত্রীর ইস্তফা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফিরেই পদত্যাগ। রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে এন বীরেন সিংহের পদত্যাগ । পদত্যাগপত্র গৃহীত হয়েছে এন বীরেন সিংহের। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বললেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর আজ থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশন স্থগিত। প্রায় ২ বছর ধরে চলা অশান্তির জেরে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ ঘিরে অশান্ত হতে পারে সংসদ।
আজ ফের সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি
আজ ফের সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এর আগে ২৮ জানুয়ারির শুনানিতে গোটা প্যানেবই বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নতুনভাবে নিয়োগে অনেক সমস্যা হবে। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাঁদের সুযোগ দিতে হবে। সিপিএমের আইনজীবী সাংসদের অবস্থানের তীব্র সমালোচনায় সরব হন চাকরিরত শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য-অযোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়েছে চাকরি বাতিল মামলার শুনানি। গত বছরের ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। শুনানিতে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। সেদিন সুপ্রিম কোর্ট মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিল। সম্ভাব্য কোন উপায়ে তা করা যায়, সেই ইঙ্গিতও দেওয়া হয়।






















