এক্সপ্লোর
Panchayat Election :'আমরা বিরক্ত', পঞ্চায়েত ভোট মামলায় রাজ্য় নির্বাচন কমিশনকে কড়া বার্তা হাইকোর্টের প্রধান বিচারপতির
নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য এমন পদক্ষেপ করুন, যাতে সাধারণ মানুষ আপনাদের ভরসা করেন।' পঞ্চায়েত ভোট মামলায় এভাবেই রাজ্য় নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন, হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, আমরাও বারবার হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমাদের হস্তক্ষেপ করতেই হচ্ছে। আমরা বিরক্ত, ছোটখাটো সব হিসাব করার জন্য আমরা বসে নেই। বিরক্তির সুরে প্রধান বিচারপতি বলেন, মনে হচ্ছে আমাদের (বিচারপতিদের) এখান থেকে সরোজিনী নাইডু সরণিতে স্থানান্তরিত হতে হবে। প্রসঙ্গত, এই সরোজিনী নাইডু সরণিতেই রাজ্য নির্বাচন কমিশনের দফতর।
আরও দেখুন






















