Bengal Top Story: চতুর্থ দফা ভোটের আগে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন
আরামবাগে দফায় দফায় আক্রান্ত সুজাতা (Sujata Mondal Khan)। পরিকল্পনা করে খুনের অভিযোগ সুজাতার। গ্রামে ঢুকে পাল্টা হুমকির অভিযোগ বিজেপির। আটক ৫। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে উলুবেড়িয়া হাসপাতালের সামনে তৃণমূলের হাতে আক্রান্ত পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। নিরাপত্তারক্ষীর সামনে সজোরে গলা ধাক্কা। পাপিয়াকে হেনস্থার অভিযোগে কমিশনে (Election Commission) বিজেপি। দুই তৃণমূল কর্মী গ্রেফতার। তারকেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্ট। ফলতায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। বিষ্ণুপুরে তৃণমূলের হুমকিতেও পিছু হটলেন না ভোটার। মৃতদেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র দুবরাজপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, ওসি-সহ আহত ২। পাল্টা কাঁদানে গ্যাস। কেন্দ্রীয় বাহিনী দিয়ে চলছে ভোট প্রভাবিত করার চেষ্টা, কালচিনিতে অভিযোগ মমতার। বিজেপির মিঠুনের পাল্টা তৃণমূলের প্রচারে জয়া বচ্চন (Jaya Bachchan)। দমদমে ব্রাত্যর হয়ে রোড শো। একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন। কয়লা পাচারকাণ্ডে আরও ৭ দিনের জন্য লালার (Lala) রক্ষাকবচ। ১৩ এপ্রিল পর্যন্ত করা যাবে না গ্রেফতার, জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভোটের মধ্যেই ফিরল করোনার (Corona) ত্রাস। রাজ্যের দৈনিক সংক্রমণ ২০০০ পার। একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে।