(Source: ECI/ABP News/ABP Majha)
ফটাফট: আজ থেকে জেলায় জেলায় সফর শুরু তৃণমূল নেত্রীর, সঙ্গে অন্য খবর
নির্বাচন কমিশনে (Election Commission) মুখ্যমন্ত্রীর ট্রিটমেন্ট হিস্ট্রি পাঠানোর দাবি। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি বিজেপির। রাজনৈতিক সুবিধা পেতেই হামলার অভিযোগ। মানুষের সামনে সত্য প্রকাশিত হোক, মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি। পায়ে প্লাস্টার। তাই নিয়েই রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুইলচেয়ারে করে দলের মিছিলে সামিল হলেন তৃণমূল নেত্রী। গেলেন সাড়ে ৪ কিলোমিটার। এভাবেই বাংলা ঘুরবেন, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাটক করছেন, লাভ হবে না, ভোটে যোগ্য জবাব দেবে মানুষ, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)। ভোটের মুখে বিজেপি ছাড়লেন শোভন (Sovan Chatterjee), বৈশাখী। ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না, ফেসবুকে পোস্ট বৈশাখীর। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়ে টিকিট, পাঁচলায় প্রার্থীর নাম ঘোষণার পরই উলুবেরিয়ার বিজেপি পার্টি অফিসে তাণ্ডব। প্রার্থী ক্ষোভ তৃণমূল-বামেদের অন্দরেও। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে সিতাইয়ের (Sitai) তৃণমূল প্রার্থী। তৃতীয় ও চতুর্থ দফার ৭৫টির মধ্যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। লড়ছেন ৪ সাংসদ। টালিগঞ্জে বাবুল, চুঁচুড়ায় লকেট, দিনহাটা পেলেন নিশীথ, তারকেশ্বরে স্বপন দাশগুপ্ত। ভোট প্রচারে রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ (Amit Shah)। প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে সন্ধেয় খড়গপুরে রোড শো। এবার কি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে শিশির অধিকারী (Sisir Adhikari)? আজ থেকে জেলায় জেলায় প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের।