Panchayat Election: 'পশ্চিমবঙ্গকে ট্যাকল করতে হলে সেনাবাহিনী ছাড়া কিছু হবে না', ফের বিস্ফোরক মদন
WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। বললেন, 'ওদিকে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central Force), এদিকে থাকব আমরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখিয়েই তৃণমূলের ভোটার ভোট মারবে। গুলি করবে? কত গুলি করবে? গুলি শেষ হয়ে যাবে।' এর পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঙ্কার, 'পশ্চিমবঙ্গকে ট্যাকল করতে হলে সেনাবাহিনী ছাড়া কিছু হবে না।' এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও নিশানা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বললেন, '১১ তারিখ টিকিট কেটে রেখেছেন সিভি আনন্দ বোস। ওঁকে ফিরিয়ে নেবে, আর কী করার আছে?' ভোটের আগেই তাঁর দাবি, 'আমরা জিতছি, বুক ফুলিয়ে জিতছি।' ABP Ananda LIVE






















