Narendra Modi: '১০ বছর ধরে দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছি', মন্তব্য মোদির। ABP Ananda Live
West Bengal News: 'উন্নত ভারত হলে তার থেকে বাইরে থাকবে না বাংলা', 'ধান উৎপাদনে বর্ধমানের রমরমা চাই', 'শিল্প নগরী হিসেবে গোটা বিশ্বে নাম ছড়াক দুর্গাপুর', 'মহিলাদের রোজগার বাড়াতে চাই, তৃণমূল,কংগ্রেস (TMC), বাম কী করছে?', 'যত ঘৃণা আমায় করবে, তার চেয়ে বেশি দেশের সেবা আমি করব', 'ওরা বলছে মোদিকে লাঠি মারো, গুলি করো, তাতে আমি ভয় পাই না', 'টিএমসি, বাম, কংগ্রেসের কাছে উন্নয়নের কোনও ধারণাই নেই', 'বিরোধীদের একটাই কাজ, ভোটের জন্য সমাজ ভাগ করা', 'জয় শ্রীরাম বললে, রামমন্দির করলে ওদের আপত্তি, গায়ে জ্বর আসে', 'সন্দেশখালিতে এত বড় অপরাধের পরেও অপরাধীকে আড়াল করতে চেয়েছে তৃণমূল', 'দু'পর্ব ভোটদানের পর ওদের ভরাডুবি হয়েছে', 'ওয়েনাডে হারবেন বুঝে রায়বরেলিতে পালিয়েছেন শাহজাদা'। নাম না করে রাহুলকে খোঁচা নরেন্দ্র মোদির। 'গতবারের থেকে কম আসন পাবে কংগ্রেস'। 'নিয়োগ দুর্নীতিতে এত টাকা মিলেছে, মেশিনও গুনতে গুনতে ক্লান্ত হয়ে গিয়েছে', আমোদপুরের সভা থেকে মন্তব্য মোদির।