এক্সপ্লোর
Narendra Modi: এনডিএ-র পক্ষে একতরফা ভোটদান হয়েছে, প্রথমদফার ভোটের পরদিনই দাবি প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE: NDA-র পক্ষে একতরফা ভোটদান হয়েছে। প্রথম দফার ভোটের (first phase lok sabha election)পর দিনই এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(narendra modi)। কটাক্ষ করেছেন বিরোধীদের জোট 'INDIA'-কেও। পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)বলেন, আগে ২০০ পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
নির্বাচন 2025
কী করলে ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস ?ক বিভাগ, খ বিভাগেও পাওয়া যায় পুরো নম্বর? মাধ্যমিকের ভূগোলের লাস্ট মিনিট টিপস
আরও দেখুন






















