LokSabha Election:বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে দুই শিবিরের মধ্যে শুরু চাপানউতোর,কে কত আসনে পাবে বাংলায়?
West Bengal News: ভোটের রেজাল্ট আউটের আগে বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে তরজা চরমে পৌঁছল বাংলায় (West Bengal) । কে কত আসনে পাবে, সাত দফার ভোটপর্বের মধ্যে এতদিন তাই নিয়ে চলছিল বিজেপি ও তৃণমূলের ভবিষ্যদ্বাণী। এবার দুই শিবিরের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে EXIT পোল নিয়ে।
কেন্দ্রে কি ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট? দিল্লির তখত্-এ নরেন্দ্র মোদির হ্যাটট্রিক কি স্রেফ সময়ের অপেক্ষা? নাকি সব হিসেব উল্টে দেবে বিরোধী 'INDIA' জোট? বাংলার ৪২ আসনেই বা কী হবে? গেরুয়া ঝড় নাকি সবুজ সুনামি? মঙ্গলে কার মঙ্গল?
এখন অপেক্ষা শুধু ফলাফলের...ভোটের ভাগ্যদেবী কার প্রতি সুপ্রসন্ন, মঙ্গলবার EVM খোলার পরই ধাপে ধাপে তা স্পষ্ট হবে...কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষা বা EXIT POLL নিয়েও চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। সাত দফার ভোট শেষের পর শনিবারই সামনে এসেছে একাধিক সমীক্ষক সংস্থার EXIT POLL। সাত দফার ভোট শেষের পর শনিবারই সামনে এসেছে একাধিক সমীক্ষক সংস্থার EXIT POLL। গতবার ২২টি আসনে জিতেছিল তৃণমূল। এবার কমে তারা পেতে পারে 13 থেকে 17টি আসন। বিজেপি ১৮ থেকে বেড়ে একলাফে পৌঁছে যেতে পারে 23 থেকে 27টি আসনে। বাম-কংগ্রেসের জোট 1টি থেকে সর্বোচ্চ 3টি আসন পেতে পারে।