Lok Sabha Elections 2024: ভোট পরবর্তী হিংসার অভিযোগে বাংলার রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ
ABP Ananda Live: জেলা থেকে কলকাতা, ভোট পরবর্তী হিংসার অভিযোগে বাংলার রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ। নারকেলডাঙায় বিজেপির পার্টি অফিসের সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির ঘাড়ে দায় চাপাল রাজ্যের শাসক দল। এদিকে, ঘরছাড়া আক্রান্ত দলীয় কর্মীদের কলকাতার মাহেশ্বরী ভবনে থাকার ব্যবস্থা করল বঙ্গ বিজেপি।
দিল্লিতে সরকার গঠনের উদ্দেশে, তৎপরতা শুরু করে দিয়েছে NDA...! রাজনৈতিক কৌশল ঠিক করতে, ঘুঁটি সাজাচ্ছে বিরোধী জোট 'INDIA'...! কিন্তু, বঙ্গ রাজনীতিতে এখনও অশান্তি থামার কোনও লক্ষণ নেই। একুশের পুনরাবৃত্তি চব্বিশে! সামনে আসছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। ভোট মিটতেই নারকেলডাঙা মেন রোডের কাছে বিজেপির পার্টি অফিসের কাছে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে এলাকায় উত্তেজনা ছড়ানোর পর ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও নারকেলডাঙা থানার পুলিশ। যদিও পুলিশের দাবি, ঘটনাস্থলে টিনের কৌটো মিললেও, বোমার মতো কিছু পাওয়া যায়নি।