(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: 'জনমুখী প্রকল্প বন্ধের হুমকি দিয়ে ভোট আদায় তৃণমূলের', মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী
ABP Ananda LIVE: সাম্প্রদায়িক মেরুকরণ থেকে CAA, রামমন্দির। লোকসভার ভোটে কোনও ইস্য়ুই বিজেপির পালে হাওয়া লাগাতে পারল না। অনেকেই বলছেন, নির্ধারিত সময়ের আগে, একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়ার হুমকিও, ভোটারদের একটা বড় অংশ ভালোভাবে নেননি।
এখানেই, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, বঙ্গে বিজেপির ধরাশায়ী হওয়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। অনেকেই বলছেন, তৃণমূল যখন লাগাতার একশো দিনের কাজে বঞ্চনার অভিযোগ তুলছে, বিজেপির বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ তুলছে, তখন সেই বক্তব্যই আরও জোরালো করেছিল বঙ্গ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতার বক্তব্য।
নেপথ্যে মেরুকরণের রাজনীতি? কাজে এল না 'CAA-জুজু'? বিজেপির এই বিপুল হারের কারণ রয়েছে ঘরেও। বিশ্লেষকদের মতে, সীমাহীন দলীয় কোন্দল। দিলীপ ঘোষের মতো পুরনো নেতৃত্বকে কোনঠাসা করার মরিয়া চেষ্টাও এই পরাজয়ের নেপথ্য কারিগর।